Tuesday , April 16 2024
You are here: Home / খেলাধুলা / মানবতার সেবায় পগবা, দাঁড়ালেন করোনা আক্রান্ত শিশুদের পাশে
মানবতার সেবায় পগবা, দাঁড়ালেন করোনা আক্রান্ত শিশুদের পাশে

মানবতার সেবায় পগবা, দাঁড়ালেন করোনা আক্রান্ত শিশুদের পাশে

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে অর্থ তহবিল গঠন করে কোভিড-১৯ এ আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন তিনি। দাতব্য সংস্থা ইউনিসেফের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সাহায্য করতে চান তিনি।

রবিবার নিজের ২৭তম জন্মদিন পালন করেছেন বর্তমানের ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পগবা। আর এই জন্মদিনেই ঘোষণা দেন তহবিল গঠন করে ইউনিসেফকে ২৭ হাজার পাউন্ড দিতে চান (বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে ২৮ লাখ টাকা)। আর এই লক্ষ্য যদি পূরণ হয় তবে, নিজের থেকে সমপরিমাণ অর্থ দান করবেন।
নিজের ইন্সটাগ্রাম পোস্টে পগবা লিখেন, ‘আজ আমার জন্মদিন। আর এটা জেনে ভালো লাগছে যে আমি, আমার পরিবার ও বন্ধুরা সবাই সুস্থ আছে। তবে অনেকেরই শারীরিক অবস্থা ভালো না। করোনাভাইরাস মহামারী প্রচুর মানুষের শরীরে আঘাত হেনেছে। বিশেষ করে দরিদ্র ও শিশুরা ভালো নেই। কঠিন এই সময়ে আমাদের উচিৎ একতাবদ্ধ থাকা।’

এদিকে জানা যায়, পোগবা যে অর্থ তুলতে পারবেন তা দস্তানা, অস্ত্রোপচারের সময় ব্যবহৃত হয় যে মাস্ক এবং বিশেষ প্রতিরোধকারী চশমা কেনার কাজেও খরচ করা হবে।
পগবা এর আগেও নিজের জন্মদিনে সুপেয় পানীয়ের জন্য তহবিল গঠন করে একটা ভালো অঙ্কের অর্থ তুলেছিলেন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!