Thursday , April 18 2024
You are here: Home / খুলনা ও বরিশাল / গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ
গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

গাংনীতে কর্মহীন অসহায় দিনমজুর, স্বল্প আয়ের লোকজন বিশেষ করে কর্মহীন দুস্থ অসহায় মানুষের কষ্টের কথা ভেবে অর্থ্যাৎ ‘দিন আনে দিন খায়’এরকম মানুষদের মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে  জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলায় প্রায় দেড় হাজার অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চা’ল, ২ কেজি আলু,  আধা কেজি ডাল ও ১ বোতল তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস থেকে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলা, নিরাপদ পানি পান করা, সামাজিক দুরত্ব মেনে চলতে অনুেরাধ করা হয়েছে।  আজ বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকার সময়  গাংনী  উপজেলা পরিষদ খাদ্য গুদাম থেকে  চা’লসহ খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন , মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।  এসময়  মেহেরপুর জেলা প্রশাসকের প্রতিনিধি  এনডিসি রাকিবুল ইসলাম , গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মেয়র আশরাফুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন,বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা, প্রবাস ফেরত ব্যক্তিদের বাড়ীতে কোয়ারেন্টাইনে অবস্থান, সাবান দিয়ে হাত ধৌত করা, মাস্ক ব্যবহার করা, গণজমায়েত এড়িয়ে চলা ও  নিজ নিজ বাড়ীতে অবস্থান করতে হবে। একইসাথে গরীবদের সাহাযার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!