রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে ‘ডালিম’ সদৃশ পিয়াজ।
আফগানিস্তানের সাদা ও মিশরের খয়েরি রঙের এসব পিয়াজ দেখতে অনেকটা বড় আকারের ডালিমের মতো। কেজিতে ওঠে মাত্র ২ থেকে ৩টি। দাম রাখা হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকা।
ক্রেতারা আগ্রহ নিয়ে নেড়েচেড়ে দেখছেন এসব পিয়াজ। কেউ কেউ আবার স্বাদ বুঝতে কিনেও নিচ্ছেন। দেখতে ডালিমের মতো হওয়ায় অনেকে এটিকে ‘ডালিম’ পিয়াজ বলছেন।
কেউ বা আবার আত্মীয়-স্বজন ও বন্ধুদের দেখাতে এই ডালিম পিয়াজের সঙ্গে তুলছেন সেলফি।