৮০ দশকের কুষ্টিয়ার নির্ভীক সাংবাদিক ও বাংলাদেশ হাই কোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল জামান আকতার বুলবুল’র একমাত্র ছেলে জুবায়ের আকতার ওহি কৃতিত্বের সাথে ব্যারিষ্টারী পাশ করেছে। ওহি দেশে কলেজ পর্যায়ে লেখাপড়া শেষ করে লন্ডনের ইউনিভার্সিটি থেকে এল.এল.বি তে অনার্স পাশ করেন এবং যুক্তরাজ্যের সাউথ ওয়েলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এল.এল.এম ডিগ্রি লাভ করেন। পরে যুক্তরাজ্যের কর্ডিফ ইউনিভারসিটিতে ভর্তি হয়ে বার প্রফেশনাল ডিগ্রি (বার এট ‘ল’) পাশ করেছেন। ওহি কুষ্টিয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ এর নাতি এবং কুষ্টিয়া বারের সাবেক সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বিশিষ্ট আইনজীবি নকিব উদ্দিন আহমেদ এর মেয়ে তাসফিনা আফরিন এর ছেলে। সদ্য বার এট ‘ল’ ডিগ্রি লাভকারী কুষ্টিয়ার এই কৃতি ছাত্র ভবিষ্যতে আইন পেশার মাধ্যমে জেলার মানুষের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জেলা ও দেশবাসীর দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, বুলবুল দম্পতির অপর সন্তান ফারিয়া বিনতে জামান ডাক্তারী পাশ করে বর্তমানে সিলেট মেডিকেল কলেজে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন।