১৫ দফা দাবি আদায়ে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রাজশাহী, রংপুর ও খুলনা দেশের এই তিন বিভাগের সব জেলায় চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট (কর্মবিরতি)। এর প্রভাব পড়েছে রাজবাড়ীতেও। ধর্মঘটের দ্বিতীয় দিনে সোমবারও (২ ডিসেম্বর) বন্ধ রয়েছে জেলার সব পেট্রলপাম্প। ফলে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহনে তেল সরবারাহ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তেল নিতে আসা গ্রাহকরা।
সকালে জেলা শহরের কয়েকটি পেট্রলপাম্প ঘুরে দেখা যায় তেল সরবারাহ বন্ধ রেখে অলস সময় পার করছেন সেখানকার কর্মচারীরা। পাম্পগুলোর প্রবেশ পথে ড্রাম, গাড়ির টায়ার ও রশি টানিয়ে পথ বন্ধ করে রাখা হয়েছে। যাতে করে যানবাহন পাম্পে ঢুকতে না পারে।
এদিকে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘটের কারণে স্থানীয় পর্যায়ে চলাচলরত যানবাহনে তেল সংকট দেখা দিয়েছে। চালকরা বিভিন্ন পেট্রলপাম্পে এসে ভেতরে ঢুকতে পারছেন না, খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। তবে, শহর ও শহরের বাইরের খুচরা দোকানে বেশি দামে ডিজেল, পেট্রল বিক্রি করতে দেখা গেছে।
পেট্রলপাম্প কর্তৃপক্ষ বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে তেল তারা বিক্রি শুরু করবেন।
উল্লেখ্য রাজবাড়ী জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হলেও সেখানে জ্বালানি তেল সরবরাহ করা হয় খুলনার দৌলতপুরের ডিপো থেকে। এ কারণে খুলনা বিভাগের ধর্মঘটের প্রভাব পড়েছে রাজবাড়ীতেও।