রাজধানীর তেজগাঁয়ের পশ্চিম নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় এক শিশু প্রাণ হারিয়েছে। শিশুটির নাম হাসান আলী। তার বয়স ৩ বছর।
রবিবার ( ১ডিসেম্বর ) রাত সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। নিহত শিশু হাসান কিশোরগঞ্জের কটিয়াদী থানার পিপুলিয়া গ্রামের মো. রিপন আলীর ছেলে।
জানা যায়, রবিবার দুপুরে বাসার অদূরে খেলাধুলার জন্য বের হলে ট্রেন লাইনে উঠে যায় হাসান। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় মারা যায় সে।
রেলওয়ে থানার ওসি রকিবউল হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।