ঢাকা অফিস : চলতি মাসে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আবহাওয়াবিদ আবদুল হামিদ গতকাল সোমবার সময়ের কাগজকে জানান, এ মাসের মাঝামাঝি ও শেষভাগে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে।গতকাল ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। গতকাল সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আগামী তিন দিন প্রথমার্ধে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।