ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঝাপ দিয়ে দুই পা হারিয়েছে শুভ (১৫) নামের এক কিশোর। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার গয়েশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শুভ উপজেলার বড় বড়াই গ্রামের গনি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী মহুয়া ট্রেন গয়েশপুর বাজার অতিক্রম কাওরাইদ স্টেশনে প্রবেশের করছিল। এ সময় ট্রেনের ভেতর থাকা কিশোর শুভ নিচে নামার জন্য ঝাঁপ দেয়। এতে তার দুই পা ট্রেনের চাকার নিচে পড়ে কেটে যায়। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
বড় বড়াই গ্রামের গোলাপ সরকার বলেন, গফরগাঁও থেকে মহুয়া ট্রেনযোগে ছেলেটি বাড়ি ফেরার জন্য কাওরাইদ স্টেশনে যাচ্ছিল। কিন্তু কাওরাইদ রেলওয়ে স্টেশনসংলগ্ন গয়েশপুর পয়েন্ট অতিক্রম করার সময় ছেলেটি বোকার মতো ঝাঁপ দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।