Monday , December 2 2024
You are here: Home / Uncategorized / ট্রেনের সিটে ব্যাগের ভেতর নবজাতকের লাশ

ট্রেনের সিটে ব্যাগের ভেতর নবজাতকের লাশ

সিরাজগঞ্জে একটি লোকাল ট্রেনের শেষ বগির সিটের উপর রাখা মালিকবিহীন একটি ব্যাগের ভেতর নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে জিআরপি পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আকতার হোসেন জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন অতিক্রম করার পর ওই ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশ নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই ট্রেনের বগিগুলোতে তল্লাশি শুরু করে।

এ সময় ওই ট্রেনের শেষ বগির একটি সিটের উপর ব্যাগ দেখতে পাওয়া যায়। কিন্তু খোঁজ নিয়েও ওই ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি।

এতে পুলিশের সন্দেহ হয়। তারা ব্যাগটি খুলে চেক করতেই সাদা কাপড়ে মোড়ানো একটি পুঁটলি বের হয়ে আসে। এ পুঁটলি খুলে ওই নবজাতক শিশু কন্যার লাশটি পাওয়া যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই রঞ্জন বিশ্বাস জানান, পাশের সিটের একাধিক যাত্রী পুলিশকে জানিয়েছেন, এ ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছানোর পর এক নারী জানালা দিয়ে ব্যাগটি ওই সিটে রাখে। সবার ধারণা ছিল সিট পেতে আগে ব্যাগটি রেখে তিনি দরজা দিয়ে ট্রেনে উঠছেন। কিন্তু ট্রেনটি ছেড়ে দিলেও ওই নারীকে এ সিটের কাছে আসতে দেখা যায়নি। অনেকেই বলেছেন ওই নারীটি শেষ পর্যন্ত এ ট্রেনে ওঠেইনি।

সবার ধারণা অজ্ঞাত ওই নারীই কৌশলে ব্যাগটি ট্রেনের সিটে রেখে পালিয়ে গেছে। ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছার পর ব্যাগসহ ওই শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সকালে ওই লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!