Thursday , February 6 2025
You are here: Home / জাতীয় / বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানির প্রতিবাদে বিক্ষোভ

বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানির প্রতিবাদে বিক্ষোভ

বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভবনে গণশুনানি চলাকালে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। যা শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) চলছিল।

পেঁয়াজ, সবজিসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি চলাকালে তারা বিক্ষোভ সমাবেশ করে।

সিপিবি বলছে, বিদ্যুৎ খাতে ভুলনীতি ও দুর্নীতি বন্ধ করতে হবে। বিদ্যুতের দাম বাড়ানো চলবে না।

আর বাসদ বলছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধির অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে। জ্বালানি খাতে দায়মুক্তি আইন বাতিল করতে হবে। সরকারের দুর্নীতি, লুটপাট, ভুলনীতির দায় জনগণ নেবে না।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!