বাগের হাট প্রতিনিধি :নানাবাড়ি থেকে বেড়িয়ে ঘরে ফিরছিল বায়জিদ শেখ। মায়ের সঙ্গে অটোরিকশায় চড়ে বাড়ি আসছিল সে। অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন মা। তখন মায়ের হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হতে যায় বায়জিদ। বাসচাপায় সেখানেই মারা যায় সে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার কিসমত পিংগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়জিদ শেখ (৫) কিসমত পিংগুড়িয়া গ্রামের বাদশা শেখের ছেলে।
পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। তবে চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে বায়জিদকে সঙ্গে নিয়ে তার মা কিসমত পিংগুড়িয়া আসেন। অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন তিনি। এ সময় বায়জিদ মায়ের হাত ছেড়ে একা দৌড়ে সড়ক পার হতে যায়। তখন যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বায়জিদ মারা যায়। পুলিশ বাসটিকে শনাক্ত করতে পারেনি।