Tuesday , February 11 2025
You are here: Home / Uncategorized / শাহজালালে ৪ কোটি টাকার সোনাসহ আটক ১

শাহজালালে ৪ কোটি টাকার সোনাসহ আটক ১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচার করে আনার অভিযোগে হিমেল খান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর পিঠব্যাগে ৭২টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

কাস্টম হাউস বলছে, আটক স্বর্ণের ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের যাত্রী হিমেল খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়।

জব্দ করা সোনার বার। ছবি: কাস্টম হাউসের সৌজন্যে

হিমেলকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনার বিষয়ে প্রচলিত শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!