ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নুরালী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে কাতলাগাড়ী কৃষ্ণনগর গ্রামের ওলিম উদ্দিনের ছেলে।
শৈলকুপা কাতলাগাড়ী সড়কের বাদাপাড়া ব্রীজে আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ব্যবসায়ী নুরালী শৈলকুপা কাতলাগাড়ী সড়কের বাদাপাড়া ব্রীজে নিকট পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে মারাত্বক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর তিনি মারা যান