প্রফেসর ড. মুন্সী মুর্তজা আলী
(লোক প্রশাসন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)
এত বিড়ম্বনা চারদিকে
তবু ভাল লাগে কাউকে কাউকে
কত কষ্টই দাও না তুমি
রাগ করতে পারিনা তোমাকে,
কত রাগ অনুরাগে জ্বালাও
তবু ভালবাসা হয়না যেন ফিকে
পৃথিবী ভরা যত অনাচার
তবু শান্তি খুঁজে ফিরি তাতে,
কত ক্ষত আর ব্যথা বুকে
তবু মন রাখি তোমাতে
অভিমানে হয় কত অনুরাগ
তবু প্রেম ভরে দাও আমাতে-
বন্চনা মরেনি সমাজ থেকে
তবু তো কেউ কেউ যায় লিখে
বলা তো হয়না কখনো শেষ
পাহাড়সম কত কথা জমে থাকে!
এত এত যন্ত্রনা আর অনিয়ম
তবু ভাল লাগে দেশটাকে
তুমি ভুলে যাও, হারিয়ে যাও
হারাও না তো ভাললাগা থেকে!
ওগো প্রিয় দেশ, সমাজ, মানুষ
প্রিয়জন, আর সবুজ পৃথিবী-
আমি যেমনই থাকি সারাজীবন
তোমরা ভালবেস একে অপরকে!
ভাল রেখো আগামী দিনটাকে!