রাঙামাটির নানিয়ারচর উপজেলায় গিরি চাকমা (৪০) নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ বুধবার সকালে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত ব্যক্তির নাম গিরি চাকমা। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।