Thursday , February 6 2025
You are here: Home / Uncategorized / রেলওয়ে সেবা সপ্তাহ শুরু আজ

রেলওয়ে সেবা সপ্তাহ শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে রেলওয়ের সেবা সপ্তাহ। রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়েছে। আজ শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ সেবা দিচ্ছে। রেলওয়ের হাসপাতাল সংলগ্ন স্টেশনগুলোতে যাত্রীদের জন্য চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে যাত্রীদের ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উপলক্ষে স্টেক হোল্ডারদের নিয়ে রেল ভবনে আলোচনা সভার আয়োজন থাকছে।

এ জন্য রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশিং কার্যক্রমও জোরদার থাকবে এবং যাত্রীসেবা নিশ্চিতকরণে বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!