Tuesday , February 11 2025
You are here: Home / অন্যান্য / খালেদার মেডিকেল রিপোর্ট তৈরি হচ্ছে গণভবনে, অভিযোগ ছাত্রদলের

খালেদার মেডিকেল রিপোর্ট তৈরি হচ্ছে গণভবনে, অভিযোগ ছাত্রদলের

 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। াবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট গণভবন থেকে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশে বর্তমানে একদলীয় শাসন চলছে বলেও অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এসব অভিযোগ করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ করে সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট গণভবন থেকে তৈরি করা হচ্ছে। গণভবন থেকে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকার এর আগে প্রধান বিচারপতির বিচারের অধিকার কেড়ে নিয়ে ষড়যন্ত্র করে তাঁকে বিদেশে পাঠিয়ে দিয়েছে।’

বাংলাদেশে একদলীয় শাসন চলছে দাবি করে ইকবাল হোসেন ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্ত করব ? শিগগিরই আন্দোলনের ডাক আসবে ? আপনারা প্রস্তুতি নিন। আমরা আন্দোলনের মধ্য দিয়ে, রক্ত ও ত্যাগের বিনিময়ে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করব।’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তিনি অসুস্থ। তবু তাঁর মেডিকেল রিপোর্ট দিতে বিলম্ব করা হচ্ছে। আমরা আর হাইকোর্টের দিকে তাকিয়ে থাকব না। রাজপথেই প্রিয় নেত্রীর মুক্তি নিশ্চিত করব।’

সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বক্তব্য দেন। সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শতাধিক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। খালেদা জিয়ার মুক্তি দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন ছাত্রদলের নেতা-কর্মীরা

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!