Monday , December 2 2024
You are here: Home / অন্যান্য / খুলনায় শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

খুলনায় শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন শেখ ওরফে কনডম রিপনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।

রিপনের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রিপন শেখ ওরফে কনডম রিপন ওই এলাকার আনসার বলীর ছেলে। গ্রেফতারকৃত অন্যরা হলেন- পাবনা সদরের বাবুল শেখের ছেলে আব্দুল্লাহ কাওছার (২৪) ও খুলনা মহানগরীর খালিশপুরের মো. আকরাম শেখের ছেলে ইকবাল শেখ (২৭)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬ এর পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘রিপন পদ্মা ওয়েল ঘাট মালিক সমিতির সভাপতি ও দিঘলিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৯টি গুলি, একটি ম্যাগাজিন, ১৯টি রামদা, চারটি মোবাইল ফোন ও সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ১৩৫০ টাকা জব্দ করা হয়।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!