Monday , December 2 2024
You are here: Home / Uncategorized / জুয়া খেলার সময় তিন সরকারি কর্মকর্তাসহ আটক ৪

জুয়া খেলার সময় তিন সরকারি কর্মকর্তাসহ আটক ৪

সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সেখানে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে ৪ হাজার ১০০ টাকাসহ মোট ৩০ হাজার ৭২ টাকা, জুয়ার কার্ড, বিভিন্ন ব্রান্ডের সিগারেট, উত্তেজক পানীয়ের বোতল, ম্যাচ এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

আটকৃতরা হলেন- শহরের নতুন পাড়ার নলিনী কান্ত পুরকায়স্থর ছেলে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশীলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ (৪৬), সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে দলিল লেখক শ্যামল দাস (৪৮), দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আবুল কাসেম (৪৮) ও ঝলকাঠির নলছিটি উপজেলা সদরের আহমদ হোসেন তালুকদারের ছেলে এবং ব্রাম্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর নুরুল ইসলাম তালুকদার (৪৪)।

casino

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মধ্যরাতে বেআইনিভাবে সেখানে অবস্থান করে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। সহকারি কমিশনার (এসি) মো. সম্রাট হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারি কমিশনার এস.এম. রেজাউল করিম, এসআই মুহিত মিয়া প্রমুখ।

casino

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত রায় দেয়ার পরপরই আসামিদের অফিসার্স ক্লাব থেকে থানা হাজতে নিয়ে আসা হয়েছে। আজ (৫ ডিসেম্বর) তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!