সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের এক মুদি দোকানের তালা ভেঙে পিয়াজ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে পুরানবাজার বণিক সমিতির সম্পাদক জয়নাল আহমদ মিয়া’র ব্যবসা প্রতিষ্ঠান ‘আল-জয়নাল অ্যান্ড ব্রাদার্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক মো. বেলাল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই আমরা। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা ও ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে আমরা খতিয়ে দেখি, দোকানের দুই বস্তা পিয়াজ, দুধ ও সয়াবিন তেলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নেই। দুষ্কৃতিকারীরা দোকানের সিসি ক্যামেরা ভাংচুর করলেও ভিডিও চিত্রে তাদের কার্যকলাপ ধরা পড়েছে।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, পুলিশ দোকান ঘর পরির্দশন করেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।