মিরপুরে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহতদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান (মিডিয়া) জানান, এ বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে মিরপুর মডেল থানা এলাকায় একটি বাসা থেকে গৃহকর্ত্রী কমলা বেগম (৬০) ও গৃহকর্মী সুমির (২০) লাশ উদ্ধার করে পুলিশ। মিরপুর-২ এর দুই নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকতেন তারা।
গতকাল বুধবার বিকেল ৩টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুই নারীকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর ফরেনসিক বিভাগের চিকিৎসক কেএম মাইনুউদ্দিন ময়নাতদন্তে শ্বাসরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।