পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৫৮ শরণার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
নৌকাটিতে কমপক্ষে ১৫০ জন আরোহী ছিল। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, নৌকা ডুবে যাওয়ার পর ৮৩ জন তীরে আসতে সক্ষম হয়েছে।
জীবিতদের উদ্ধার করেছে মৌরিতানিয়া কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, নারী এবং শিশুসহ শরণার্থী বোঝাই ওই নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা করেছিল।
দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের উত্তরাঞ্চলীয় নুয়াধিবৌ শহরের হাসপাতালে নেয়া হয়েছে। তবে গাম্বিয়া কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে গাম্বিয়ার ৩৫ হাজারের বেশি নাগরিক ইউরোপে পাড়ি দিয়েছে।