Sunday , April 20 2025
You are here: Home / Uncategorized / র‌্যাগিংয়ের দায়ে বুয়েটের তিতুমীর হলের ৮ ছাত্রকে স্থায়ী বহিষ্কার

র‌্যাগিংয়ের দায়ে বুয়েটের তিতুমীর হলের ৮ ছাত্রকে স্থায়ী বহিষ্কার

র‌্যাগিংয়ে জড়িত থাকার প্রমাণ মেলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হলের আট ছাত্রকে হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে হলের আরও ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের জন্য হল থেকে বহিষ্কার এবং একজনকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে এমন শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একাডেমিক কার্যক্রম (বিভিন্ন মেয়াদে) ও হল থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন মো. তানভীর হাসনাইন, মির্জা মোহাম্মদ গালিব, মো. জাহিদুল ইসলাম, মো. মুস্তাসিন মঈন, আসিফ মাহমুদ, মুনতাসির আহমেদ খান, মহিবুল্লাহ হক মুগ্ধ ও আনফালুর রহমান।

আবাসিক হল থেকে (বিভিন্ন মেয়াদে) বহিষ্কৃতরা হলেন মো. জাহিদুল ইসলাম, জিহাদুর রহমান, মো. এহসানুল সাদ, আবিদ–উল কামাল, মোহাম্মদ সায়াদ ও মাহমাদুল হাসান রবিনকে। এছাড়া মো. হাসিবুল ইসলামকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!