Monday , December 2 2024
You are here: Home / জাতীয় / খালেদার মুক্তির দাবিতে রোববার বিক্ষোভ করবে বিএনপি

খালেদার মুক্তির দাবিতে রোববার বিক্ষোভ করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রোববার ঢাকার সব থানা ও সারাদেশের জেলােএবং মহানগরে এ কর্মসূচি পালিত হবে।

শনিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, রফিকুল ইসলাম মাহতাব, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান প্রমুখ।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!