কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবাসহ হাফেজ আহাম্মদ (২৫) নামে এক রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার নাফ নদীর পাড়ে কেওড়া বাগান থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক পাচারকারী দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্পের ২৭ নম্বর সি-ব্লকের বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জাদিমোড়া দিয়ে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযানে যায়। এসময় এক যুবককে মিয়ানমার থেকে নদীতে সাঁতার কেটে আসতে দেখে টহলদল অপেক্ষায় থাকে।
পরে ওই পাচারকারী একটি বস্তা নিয়ে জাদিমোড়া নাফ নদীর পাড়ে কেওড়া জঙ্গলে উঠার সাথে সাথে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইয়াবা ভর্তি বস্তাসহ তাকে আটক করে বিজিবি। পরে বস্তার ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরেরর মাধ্যমে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।