ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দুই নাম পেলে ও ম্যারাডোনা। এবার এই দুই কিংবদন্তির জার্সি বিক্রি হলো নিলামে।
জানা গেছে, ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে ব্রাজিল। আর এই তিন বিশ্বকাপেই পেলের হাত ধরে শিরোপা ঘরে তোলে দলটি। এরপর ১৯৭১ সালে মারাকানায় জাতীয় দলের হয়ে যুগোস্লাভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন পেলের। তার সেই জার্সি ইতালির তুরিনে নিলামে বিক্রি হলো ৩০ লাখ ইউরোতে। যা বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ টাকারও বেশি।
নিলামে পেলের সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার জার্সিও বিক্রি হয়েছে। ১৯৮৯-৯০ মৌসুমে নাপোলির যে জার্সি গায়ে তিনি খেলেছিলেন সেই জার্সি বিক্রি হয়েছে সাড়ে ৭ হাজার ইউরোয়।