ছবিগ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার ফার্মগেট, শুক্রাবাদ, জাতীয় সংসদ ভবন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। শেরে বাংলা নগর, পূর্ব রাজাবাজার, কবরস্থান গলি এলাকার ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন অপসারণ করে নতুন স্থাপিত পাইপলাইনের ‘টাই-ইন’ এর কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফার্মগেট, শুক্রবার, জাতীয় সংসদ ভবন এলাকা, রাজাবাজার, মণিপুরীপাড়ার সব ধরনের শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।