মেহেরপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে সার্কিটযুক্ত একটি বোমাসদৃশ্য বস্তু গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে ঘিরে রেখেছে পুলিশ। একই স্থান থেকে আনছারুল ইসলাস (আল কায়দা) নামের একটি সংগঠনের হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সড়কের পাশে বাজারের ব্যাগে লাল স্কচটেপ দিয়ে পেঁচানো সার্কিট যুক্ত একটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পরিদর্শন করে এবং স্থানটি ঘিরে রাখে। ওই দিন রাতেই র্যাবের বোমা বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে বিষয়টি ক্ষতিয়ে দেখতে কাউন্টার টেরোরিজমের একটি বোম্ব ডিসপোজাল ইউনিট বর্তমানে মেহেরপুরে অবস্থান করছে। তারা আজ এটি পরীক্ষা করে দেখবেন।
এ বিষয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, গতকাল (শুক্রবার) সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ একটি দল আসার কথা ছিল। কিন্তু তারা না আসায়, রাতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট মেহেরপুর এসেছে। তারা আজ এটি পর্যবেক্ষণ করবে।
তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কেউ ব্যাগটি রাখতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বড় ধরনের কিছু নয়।
চিরকুটের বিষয়ে তিনি বলেন, এটি হাতে লেখা একটি চিঠি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।