Monday , December 2 2024
You are here: Home / Uncategorized / শনিবার শেষ হচ্ছে সিরামিকের বৈশ্বিক প্রদর্শনী

শনিবার শেষ হচ্ছে সিরামিকের বৈশ্বিক প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক পণ্যের বৈশ্বিক প্রদর্শনী শেষ আজ শনিবার (৭ ডিসেম্বর)।

এর আগে, ‘ওয়ার্ল্ড ক্লাস এক্সিবিশন অন সিরামিক প্রোডাক্টস’ শিরোনামে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শুরু হয় তিন দিনব্যাপী এ প্রদর্শনী। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীর পর তা সমাপ্ত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রয়েছে।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এ প্রদর্শনীর আয়োজন করে। আয়োজকরা জানান, প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের ১২০টি প্রদর্শক, ১৫০টি ব্র্যান্ড, ৫০০ বায়ার অংশ নিয়েছে। কনভেনশন সেন্টারের চারটি হলে তারা তাদের পণ্য প্রদর্শন করছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী হয়েছে। ঘুরে দেখা যায়, মানুষজন ঘুরে ঘুরে সিরামিকের পণ্য দেখছে।ন প্রদর্শকদের কাছে বিভিন্ন বিষয়ে জানতেও চান কেউ কেউ। আবার অনেক সিরামিক প্রতিষ্ঠানের লোকজনও এখানে এসে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। সবমিলিয়ে, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, দর্শনার্থী, প্রদর্শকের পদচারণায় মুখরিত ছিল দ্বিতীয় দিনের প্রদর্শনী।

প্রদর্শনীতে মন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. খোকন মিয়া জাগো নিউজকে বলেন, ‘সিরামিক্স এক্সপো ২০১৭ সাল থেকে শুরু হয়েছে। এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে। গতবারের তুলনায় এবার অনেক ভালো। ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। এ কনভেনশনের চারটা হল নিয়ে করেছে এ আয়োজন। বিশ্বের অনেকগুলো দেশ থেকে সাপ্লাইয়ার, বায়ার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এ সিরামিক এক্সপোর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আমি মনে করি।’

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!