Monday , December 2 2024
You are here: Home / Uncategorized / শান্ত-আফিফের ঝড়ো ব্যাটিংয়ে নেপালকে ৪৪ রানে হারালো বাংলাদেশ

শান্ত-আফিফের ঝড়ো ব্যাটিংয়ে নেপালকে ৪৪ রানে হারালো বাংলাদেশ

নেপালে চলমান এসএ গেমসে এখনো অপরাজিত বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ৪৪ হারিয়ে শীর্ষ স্থানে দখল করলো বাংলাদেশ। এরআগে টস হেরে আগে ব্যাটিং করে শান্ত ও আফিফের ঝড়ো ইনিংসে স্বাগতিকদের ১৫৬ রানের লক্ষ্য দেয় টাইগাররা।

নেপালের কীর্তিপুরে আগে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৭ রানে পরশ খাড়কার বলে ফেরেন ওপেনার নাইম শেখকে। এরপর সৌম্য সরকারকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পুরা আসরে দুর্দান্ত করা সৌম্য এদিন উইকেটে থিতু হতে পারেননি। ৬ রান করে পরশের শিকার হন তিনি।

২ ওপেনারকে হারিয়ে দল যখন চাপে, তখন প্রত্যাশা পূরণ করতে পারেননি সাইফ হাসানও। দলকে হতাশ করে তিনি কোনো রান না করেই আউট হয়ে যায়। এতে সব চাপ পড়ে শান্তর কাঁধে। শান্ত অবশ্য দেখেশুনেই খেলতে থাকেন। যদিও তাকে সঙ্গ দেয়া ইয়াসির আলী (১৫) ধরেন প্যাভিলিয়নের পথ।

পরে পঞ্চম উইকেট শান্তকে সঙ্গ দিতে মাঠে নামেন আফিফ। ৯৪ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত অর্ধশতপূর্ণ করে ফেরেন আফিফ। ২৮ বল খেলে ৬ চার ও এক ছক্কায় ৫২ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে নামা মাহিদুল উড়ে মারতে গিয়ে ডাক মেরে প্যাভিলীয়নের পথ ধরেন। একপ্রান্তে দাঁড়িয়ে থাকে অধিনায়ক শান্তর অপরাজিত ৭৫ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১১ রানে থামে নেপাল। যদিও একপ্রান্তে উইকেট হারাতে থাকলেও অন্যপ্রান্তে প্রতিরোধ গড়তে চেষ্টা করেন নেপালের অধিনায়ক গানেন্দ্র মল্লা। কিন্তু তাকে বেশি দূর যেতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ৪৩ রান করলে তাকে ফেরান সৌম্য। এছাড়া দিপেন্দ্র সিং ১৬ রান করেছিলেন। বাংলাদেশের হয়ে সুমন, তানভীর, সৌম্য ও মাহাদী ২টি করে উইকেট নেন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!