ভারতের দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আউটলুক ইন্ডিয়ার।
রবিবার ভোরে দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট। ঘটনাস্থল থেকে এরই মধ্যে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।