সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সে ডাচ-বাংলা ব্যাংকের শিমরাইল শাখায় অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় এর সূচনা হয়। তবে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, হঠাৎ করেই ডাচ-বাংলা ব্যাংকের শিমরাইল শাখায় আগুন লাগায় আতঙ্কিত গ্রাহক ও কর্মচারী-কর্মকর্তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এতে নারীসহ ৩ জন আহত হন। ঘটনার পরপরই ওই শাখায় সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যায়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, বেলা ১১টায় তার কক্ষে বিদ্যুতের শটসার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে গ্রাহকরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করেন।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্য নেয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।