মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর সেনাবাহিনীর গণহত্যার অভিযোগের বিরুদ্ধে মঙ্গলবার (১০ ডিসেম্বর) হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) প্রথম শুনানি হবে। ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০১৯ এই মামলার শুনানি হতে যাচ্ছে হেগে।
ওই মামলার শুনানির সময় প্রবাসী বাংলাদেশিরা মিয়ানমারের বিচারের দাবিতে আদালতের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। আগামী ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর প্রতিদিন শুনানির সময় সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ ব্যাপারে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার ও শাস্তি এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।