রংপুরে একটি বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামী আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে রংপুরের বাহারকাছনা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে পারে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মোত্তাকি ইবনু মিনান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন বছরের মেয়ে (নেহা) ও এক বছরের ছেলেসহ (বাবু) অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও (আব্দুর রাজ্জাক) আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটক আব্দুর রাজ্জাক মাদকাসক্ত হতে পারে।