মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রলীগ নেতা রনি বিশ্বাসের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার ৫ দিন পর সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার দোহার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত ৫ ডিসেম্বর হরিরামপুরের একটি চরে বন্ধুদের সঙ্গে বনভোজনে যাওয়ার সময় একটি বাল্কহেড়ের ধাক্কায় তাদের ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রনি বিশ্বাস। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা অনেক অনুসন্ধান চালিয়েও তার খোঁজ পায়নি।
এদিকে সোমবার সকালে দোহার থানার প্রাণকুণ্ডু এলাকায় স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় জানায়। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ এবং রনি বিশ্বাসের মামা বিল্লাহ ঘটনাস্থলে ছুটে যান। তারা মরদেহটি রনির বলে শনাক্ত করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রনি বিশ্বাস হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের হাসমিলান গ্রামের আব্দুল কাদেরের বড় ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।