পাবনার আটঘরিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হারুল পাড়ার সিধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন মতিউর রহমান, মো. জিয়া, মো. দুলাল, মো. সিরাজ ও রবিউল ইসলাম। তারা সকলে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সিধাই গ্রামের বাসিন্দা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুল পাড়ার সিধাইয়ে এলজিইডির পাকা সড়কের কাজ চলছে। এই কাজের জন্য আটক ব্যক্তিরা ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ওই ঠিকাদার বিষয়টি থানায় জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নগদ ২০ হাজার টাকাসহ তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।