জামালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার দারোগাবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা (১৬) বালিজুড়ি এফএম হাইস্কুল ও জাহিদুলের (১৬) মাদারগঞ্জ সানশাইন হাইস্কুল থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বালিজুড়ি বাজার থেকে একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এ সময় ওই বাসের সঙ্গে জুনাইল বাজার থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, নিহত জুয়েল রানা উপজেলার বালিজুড়ি পূর্বপাড়া গ্রামের রুহুল আমীনের ছেলে। আর জাহিদুল জুনাইল সুতারপাড়া গ্রামের গেদার ছেলে।