গত সোমবার বেলা ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদে লটারিতে ধান কেনার জন্য কৃষকদের তালিকা চূড়ান্ত করা হয়।
খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানাযায়,চলতি মৌসুমে ধান কেনার চাহিদা ১০ হাজার ৮২৮ টন।এজন্য প্রতিটি ইউনিয়নে কৃষি কর্মকর্তারা গ্রামে গিয়ে আমনচাষিদের তালিকা তৈরি করেছে। তালিকা অনুযায়ী লটারি করা হচ্ছে।
আলামপুর ইউনিয়নে ১২০০ জন চাাষির তালিকা পড়েছে তার মধ্যে ২২৪ জন চাষির নাম লটারিতে চূড়ান্ত হয়।ইউপির ৯টি ওয়ার্ডকে তিনটি ব্লকে বিভক্ত করা হয়।এসব চাষির কাছ থেকে ১ টন করে সরকারনির্ধারিত মূল্যে ধান কেনা হচ্ছে। প্রতি মণ ধান বিক্রি করে কৃষক পাবে ১ হাজার ৪০ টাকা।খোলাবাজারের তুলনায় প্রায় সাড়ে তিনশত টাকা বেশি। গতকাল অনুষ্ঠানিকভাবে আলামপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ কুষ্টিয়া সদর জনাব আতাউর রহমান আতা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আবু তৈয়ব বাদশা,ভাইস চেয়ারম্যান কুষ্টিয়া সদর উপজেলা, কৃষি কর্মকর্তা বিষু পদ সাহা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন শেখ সহ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জুবায়ের হোসেন চৌধুরী। তিনি বলেন ধান কেনার জন্য প্রতিটি ইউনিয়নে গিয়ে উপস্থিত থেকে লটারি করাচ্ছি!যেন দুর্নীতিমুক্ত ও সচ্ছতার সাথে কৃষকেরা এতে অংশ নিতে পারে।