Wednesday , March 19 2025
You are here: Home / অন্যান্য / নরসিংদীতে পাটকল শ্রমিকদের আমরণ অনশন শুরু

নরসিংদীতে পাটকল শ্রমিকদের আমরণ অনশন শুরু

নরসিংদীতে মজুরী কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিল গেইটের সামনে এ কর্মসূচি পালন করেছে।

অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএম সি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছে। এর মধ্যে কর্মসূচী উপলক্ষে শত শত শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়।
এসময় ইউএমসি জুট মিলের সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, গত মাসের ২৩ তারিখ থেকে বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফার দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন আন্দোলন চললেও এ পযর্ন্ত শ্রমিকদের দাবি পূরণ হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ কর্মসূচি চলবে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!