ভারতের কলকাতার খড়গপুর সেন্ট্রাল বাসস্টান্ডে ঘুড়ির সুতা গলায় জড়িয়ে সাদিক খান (১৫) নামের এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। তার বাড়ি খড়গপুর চার নম্বর ওয়ার্ডের পাঁচ বেড়িয়ার কাজি মহল্লা এলাকায়। এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে খড়গপুর থানায়।
এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইকেলে তার বোনকে নিয়ে স্কুলে ছাড়তে যাচ্ছিল সাদিক। সেই সময় খড়গপুর বাসস্টান্ড এলাকায় ৮ থেকে ১০ বছরের কয়েকটি ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। আচমকা ঘুড়ির সুতা সাদিকের গলায় জড়িয়ে যায়। সাইকেল থেকে মাটিতে পড়ে যায় সে চিৎকার করে বলতে থাকে ছাড় ছাড়।
অভিযোগ, যারা ঘুড়ি উড়াচ্ছিল তারা সুতা টেনে দেওয়ায় গলা কেটে যায় সাদিকের। স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।