চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত পুলিশের সহায়তায় এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। অভিযান চলাকালে চবি শাহজালাল হল, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, আলাওল ও এ এফ রহমান হল থেকে রাম দা ও চাপাতিসহ বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে আলাওল হল থেকে চারটি রাম দা, দুইটি বিদেশি চাপাতি, পাঁচটি হাতুড়ি ও লোহার পাইপ, এ এফ রহমান হল থেকে একটি রাম দা ও কিছু লোহার পাইপ এবং সোহরাওয়ার্দী হল থেকে একটি রাম দা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।
প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। যেসব কক্ষে অস্ত্র পাওয়া গেছে সেসব কক্ষ সিলগালা করা হবে বলে জানান তিনি।