নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার কান্দাইল এলাকার জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা (৪০) ও তাদের ছেলে আসিফ (৪)। নিহত দুইজন একই বাসের যাত্রী ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় মানসুরা তার কোলের সন্তানকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ান। পরে সেখান থেকে পড়ে দিয়ে একই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে তিনি জানান।