রাজধানীর বনানী এলাকার একটি বাসায় চীনের এক নাগরিকের লাশ পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বনানী থানার পুলিশ বনানীর ২৩ নম্বর রোডের একটি বাসায় মৃতদেহ থাকার খবর পায়। পরে ওই বাসায় যায় পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। নিহত ব্যক্তির নাম এখনো তাঁরা জানতে পারেননি। মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তি চীনা নাগরিক। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।