Thursday , February 6 2025
You are here: Home / অন্যান্য / বিশ্ব মানবাধিকার দিবসে কুষ্টিয়া মানবাধিকার সমিতির মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবসে কুষ্টিয়া মানবাধিকার সমিতির মানববন্ধন

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর)  সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯ উপলক্ষে মানববন্ধন করেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “Stand Up for Human rights”।
মানবাধিকারের ঘোষণাপত্র অনুযায়ী প্রত্যেক মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এ বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে জাতিসংঘ এ বছর সমতা, ন্যায় ও মানব মর্যাদার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে।
বক্তারা বলেন, বিশ্বে প্রতিনিয়ত নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নির্বাচনের পরপর সংখ্যালঘু ও বিরোধী দলের সদস্যদের ওপর নির্যাতনের মতো খারাপ ঘটনার নজির আমরা দেখতে চাই না। মানবাধিকারের পক্ষে আমরা দাঁড়াই, ব্যক্তিগতভাবে অন্যের অধিকার রক্ষায় সচেষ্ট হোক আমাদের লক্ষ।
বক্তারা আরো বলেন, এমন পরিস্থিতির মধ্যে আমরা এবার বিশ্ব মানবাধিকার দিবস পালন করছি। দিবসটি স্মরণ করিয়ে দিচ্ছে ১৯৪৮ সালের মানবাধিকারের ঘোষণার কথা। এসব বিষয় যদি সব রাষ্ট্র আমলে নিয়ে তার নাগরিকের মানবাধিকার রক্ষায় সচেষ্ট হতো, তাতে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটত। আমাদের দেশেও সাংবিধানিক বাধ্যবাধকতা সত্ত্বেও নানা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দপ্তর সম্পাদক জুলিয়া পারভীন, সদস্য কনক, সজল প্রমুখ।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!