জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ ও জামিন আবেদনের পক্ষে শুধু ৩০ জন করে আইনজীবী এজলাসে থাকার অনুমতি দিয়েছে আপিল বিভাগ।
আজ সকালে আপিল বিভাগ বসার পর খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আপনারা আমাদের শেষ ভরসাস্থল। এখানে অনেক আইনজীবী ঢুকতে পারেনি।
তখন প্রধান বিচারপতি বলেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যারা যারা এনরোলড তারাই ঢুকবে। আর যাদের এনরোলমেন্ট নাই তাদেরকে আমরা অনুমতি দিবো না।
খন্দকার মাহবুব হোসেন তখন বলেন, অনেক ডিপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী এটর্নি জেনারেলরায এখানে আছেন। আমার অনেক আইনজীবী বাইরে। এই বৃদ্ধ বয়সে আমাকে ফাইল নিয়ে আসতে হয়েছে।
এসময় প্রধান বিচারপতি বলেন, আপনার জুনিয়র তো অবশ্যই আসবে।
একপর্যায়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, উভয়পক্ষের যারা কেবল এনরোলড তারাই শুধু থাকবে।
তখন অ্যাটর্নি জেনারেল বলেন, ২০ জন অথবা ৩০ জন করে থাকতে পারে।
তখন প্রধান বিচারপতি বলেন, উভয়পক্ষের ৩০ জন করে থাকেন।
এতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং জয়নুল আবেদীন একমত পোষণ করেন।