‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর।