মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে বিপ্লব হোসেন (৩২) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় তিন নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কাটিগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব সদর উপজেলার মানরা এলাকার মৃত. শহীদ মিয়ার ছেলে। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী। আটকরা হলেন- পাখি মিয়া, দ্বীনবন্ধু ও ফজলুল হক।
পুলিশ জানায়, বুধবার রাতে বিপ্লবকে চোর সন্দেহে বাজারের চার নৈশপ্রহরী মারপিট করে। পরে বিষয়টি জানতে পেরে বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম দুই প্রহরীকে আহত বিপ্লবকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে হাসপাতালে আনার পথে বিপ্লবের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে পাখি নামে এক প্রহরীকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাটিগ্রাম বাজার থেকে দ্বীনবন্ধু ও ফজলুলকে আটক করা হয়।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।