Thursday , February 6 2025
You are here: Home / রাজশাহী ও রংপুর / ঢাকাকে উড়িয়ে বিপিএল শুরু রাজশাহীর

ঢাকাকে উড়িয়ে বিপিএল শুরু রাজশাহীর

ঢাকা প্লাটুনকে হারিয়ে ‘বঙ্গবন্ধু বিপিএল’ এ শুভ সূচনা করলো রাজশাহী রয়্যালস। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ৯ উইকেটে হারিয়েছে রাজশাহী। টুর্নামেন্টে দুই দলের এটি প্রথম ম্যাচ ছিল।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকা প্লাটুনের দেয়া ১৩৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী। দলের পক্ষে ওপেনার লিটন দাস ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ রান করে আউট হন।
৪৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে অপরাজিত থাকেন হযরতউল্লাহ জাজাই। ৩৬ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। ঢাকার বোলারদের মধ্যে একমাত্র উইকেটটি শিকার করেন মেহেদী হাসান।

অল্প রানের টার্গেট সামনে রেখে ব্যাটিংয়ে নেমে লিটন-জাজাইয়ের ব্যাটে দারুণ শুরু করে রাজশাহী। ওপেনিং জুটিতে তারা ৬২ রানের পার্টনারশিপ করেন। নবম ওভারে মেহেদীর বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এরপর জাজাই ও মালিক ৭০ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

ঢাকা: ১৩৪/৯ (২০ ওভার)

(তামিম ৫, এনামুল ৩৮, ইভান্স ১৩, জাকের ২১, থিসারা পেরেরা ১, আরিফুল ৫, শহীদ আফ্রিদি ০, মেহেদী ৬, ওয়াহাব ১৯, মাশরাফি ১৮*, হাসান মাহমুদ ০*; আন্দ্রে রাসেল ০/৮, রাহি ২/৪৩, তাইজুল ১/২৩, ফরহাদ ১/১৪, অলক ১/১৮, মিনহাজুল ০/১২, বোপারা ১/১৫)।

রাজশাজী: ১৩৬/১ (১৮.২ ওভার)

(জাজাই ৫৬*, লিটন ৩৯, মালিক ৩৬*; মাশরাফি ০/১৮, হাসান মাহমুদ ০/৩৫, মেহেদী হাসান ১/২৩, ওয়াহাব ০/২৬, শহীদ আফ্রিদি ০/২৫, থিসারা পেরেরা ০/৬)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: রবি বোপারা (রাজশাহী রয়্যালস)।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!