মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং থানার নতুন ভবনের বারান্দার ঢালাই ধসে চার শ্রমিক চাপা পড়েছেন। এর মধ্যে তিনজনকে উদ্ধার করা গেলেও এক শ্রমিককে খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মালিরআংক এলাকার লৌহজং থানার নতুন ভবনের বারান্দা ধসে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, বৃহস্পতিবার লৌহজং থানার নতুন ভবনের বারান্দার ঢালাই চলছিল। ঢালাই দেয়ার কিছুক্ষণ পর হঠাৎ বারান্দা ধসে পড়ে। এতে চার শ্রমিক চাপা পড়েন। এর মধ্যে তিন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর শ্রমিককে খুঁজছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।