রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাখালীর বাংলাট্রাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় আহত অবস্থায় ওই দুই মোটরসাইকেল আরোহীরদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছন রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসক সালেহ মাহমুদ রাজি। তিনি বলেন, ঘটনার পরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিচয় উদ্ধারের চেষ্টা করছেন তারা।